Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত বাজেট আলোচনা মঙ্গলবার থেকে শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২০:৪৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:২১

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট (পরিচালন) প্রণয়নে মন্ত্রণালয়, বিভাগ. আওতাধীন দফতর ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে ধারাবাহিক আলোচনা শুরু করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অনলাইনে অনুষ্ঠেয় এসব বৈঠক আগামী ৩০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত সিডিউল অনুযায়ী প্রতিটি কার্যদিবসে একাধিক মন্ত্রণালয়, বিভাগ. আওতাধীন দফতর ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠেয় বৈঠকে আলোচনার জন্য মন্ত্রণালয়, বিভাগ, আওতাধীন দফতর ও প্রতিষ্ঠানগুলোর কাছে ৮টি বিষয়ে তথ্য-উপাত্ত চেয়েছে অর্থ বিভাগ। এগুলো হচ্ছে- প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সংশ্লিষ্ট প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার প্রতিস্বাক্ষরিত/প্রতিপাদিত হালনাগাদ প্রকৃত প্রাপ্তি এবং প্রকৃত ব্যয়ের বিবরণী;

বিজ্ঞাপন

মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/পরিদফতর/সংস্থার অনুমোদিত সাংগঠনিক কাঠামো;

পিআরএল-এ যাবেন- এমন কর্মকর্তা ও কর্মচারীর সঠিক সংখ্যা এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব;

বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন খাতগুলোর অনুকূলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং বিল পরিশোধের বিবরণী;

ভূমি উন্নয়ন কর বাবদ বরাদ্দকৃত অর্থের মধ্যে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্র;

পেট্রোল, ডিজেল ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যা পৃথকভাবে উল্লেখপূর্বক প্রেট্রোল ও লুব্রিকেন্ট খাতে প্রস্তাবিত বরাদ্দের পক্ষে যৌক্তিকতা সম্বলিত তথ্যাদি/কাগজপত্র;

শ্রান্তি বিনোদন ছুটিতে যাবেন- এমন কর্মকর্তা ও কর্মচারীর পূর্ণাঙ্গ তালিকা; এবং

রাজস্ব বাজেটের আওতাধীন কর্মসূচি, তহবিল ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কিত হালনাগাদ বিবরণী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর