ঢাকা: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংক ও মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে মোটরসাইকেলে করে এসে এই ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন বলেন, ‘ধানমন্ডি ২৭ এর এবি ব্যাংকের সামনে রাত সাড়ে ৮টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে ৮ নম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’
শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আযম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি দেখা হচ্ছে। তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।’