বাগেরহাট: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ছাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়কে আটক করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) ভোর রাত ২ টার দিকে ঢাকা থেকে তাকে আটক করা হয়।
উজ্জ্বল কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোট আন্ধার মানিক এলাকার বিষ্ণুপদ মুখোপাধ্যায়ের ছেলে এবং সরকারি পিসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী।
গত ১৫ নভেম্বর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসলমানরা দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
ঘটনার জেরে ১৬ নভেম্বর গভীর রাতে ক্ষুব্ধ স্থানীয়রা উজ্জ্বলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হন। ওই ঘটনার পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন।
র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার একটি স্থান থেকে আটক করে কচুয়া থানায় হস্তান্তর করে।
কচুয়া থানার ওসি মো. রাশেদুল আলম জানান, দুপুরে তাকে থানায় আনার পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।