ময়মনসিংহ: ময়মনসিংহের নটর ডেম কলেজের সাতজন স্থায়ী শিক্ষককে মিথ্যা অভিযোগে বহিস্কার, কলেজ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বহিষ্কৃত শিক্ষকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে বহিষ্কার আদেশ বাতিলের দাবি জানান তারা। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের প্রাপ্য পাওনাদি প্রদানসহ ছয় দফা দাবি করেন। দাবি আদায় না হলে আমরণ অনশনের আল্টিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বহিস্কৃত রসায়ন বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান রানা। এ সময় ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজি প্রভাষক মাহামুদুল হাসান মামুন, জীব বিজ্ঞানের প্রভাষক মাহমুদ হাসান ও পদার্থ বিজ্ঞান প্রভাষক সাইফুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।