Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন বানচালের অংশ হিসেবেই যুবদল নেতা কিবরিয়াকে হত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:৪০

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তার দাবি, এ হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং নির্বাচন বিলম্বিত করার বড় ধরনের ষড়যন্ত্রেরই অংশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নয়ন বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে এখনো আলোচনা শুরুই হয়নি। তার আগেই অস্থিরতা তৈরি করতে সংগঠিত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। গোলাম কিবরিয়ার হত্যার ধরণই প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজেই স্পষ্ট—ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছে। আমরা এখনো জানি না কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তবে একটি মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, এবং এ হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ।’

হত্যাকাণ্ডের পরও দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’ সভা থেকে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।

দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে নয়ন বলেন, ‘গত ১৬ বছরে ভোটাধিকার কার্যত ছিল না। ফ্যাসিবাদের পতন হলেও জনবান্ধব সরকার গঠনের লড়াই এখনো শেষ হয়নি। স্বচ্ছ নির্বাচনের সম্ভাবনা যত বাড়ছে, ততই বিভিন্ন মহলের নাশকতামূলক তৎপরতা দেখা দিচ্ছে—গোলাম কিবরিয়া হত্যা তারই সতর্ক সংকেত।‘

সভায় উপস্থিত অন্যান্য নেতারাও বলেন, ‘নির্বাচনের পরিবেশ স্থিতিশীল হওয়ার সময়েই অস্থিরতা সৃষ্টির চেষ্টা বাড়ছে।’ তাই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদল নেতাকর্মীদের আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর