Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই শামীম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২২:১৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২২:২৫

এস এম নওশের বাদশা শামীম। ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নওশের বাদশা শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার শামীম নাজিরপুর থানার একটি নিয়মিত মামলার অভিযুক্ত আসামি। তাকে নিয়মানুযায়ী পিরোজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

এদিকে, গ্রেফতারের খবর জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় শামীমের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর