Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২২:৩৭

নিহত স্কুলছাত্র রাকেশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় ৮ম শ্রেণির স্কুলছাত্র রাকেশ (১৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোরে আলম।

নিহত রাকেশ গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামের মৃত নিরঞ্জনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে বিদ্যালয় ছুটি হলে ওই শিক্ষার্থী বাইসাইকেলে যোগে রাস্তা পার হচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন ধাক্কা দিলে রাকেশ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গড়েয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থী রাকেশ খুবই মেধাবী ছাত্র ছিলেন। তার বাবা আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে রাকেশ লেখাপড়া করতেন। বিষয়টি খুবই মর্মান্তিক বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম বলেন, নছিমনের ধাক্কায় গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর