Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৩টি ককটেল উদ্ধার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২৩:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:১৯

গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উদ্ধার করা ককটেলগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত জানান, মঙ্গলবার দুপুরে বোরকা পরা অজ্ঞাত দুই নারী গ্রাহক সেজে অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে। এ সময় অফিসের ভেতর দাফতরিক কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখে সন্দেহ হয়। তখন ব্যাগ খুলে তার ভেতর লাল রংয়ের তিনটি তাজা ককটেল পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতর ককটেল রেখে সটকে পড়েন। পরে থানায় খবর দেওয়া হয়।’

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা তাজা ককটেল তিনটি থানা হেফাজতে এনে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর