Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০০:৫৭

কলেজ শিক্ষার্থী তুষার

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলায় তুষার (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, তুষারের বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে কর্মরত এবং পরিবারসহ ওই বাসায় থাকতেন। ঘটনার সময় তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। দুপুরে বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে একটি ছোট চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।”

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর