Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০৩:৩৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৩:৪০

রাজধানীর গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটের ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। ১২টা ৩৫ মিনিটে চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুনের লেগেছে সেটা এখনো জানা যায়নি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর