Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০৮:২৮

ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের চলমান সংলাপে বুধবার (১৯ নভেম্বর) অংশ নিচ্ছে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১৩টি রাজনৈতিক দল।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

‎তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

‎এদিকে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল– বাসদের (মার্কসবাদী) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

‎এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি।

‎নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর