Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০৯:৩০

সাংবাদিক মিজানুর রহমান সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার পর ৫ থেকে ৬ জন ব্যক্তি ডিবি পরিচয়ে মিজানুর রহমানের বাসায় প্রবেশ করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন আশরাফুল নামের একজন ডিবি সদস্য। মিজানুর রহমানের স্ত্রী সুমাইয়া সিমাকে পুলিশ সদস্যরা কোনো পরোয়ানা দেখাতে পারেননি। তারা জানান, অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তার সঙ্গে কথা বলতে চান। কথা শেষ হলেই তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর