Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় গরম বাড়তে পারে, আবহাওয়া থাকবে শুষ্ক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০৯:৫২

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়তে পারে। এতে করে গত কয়েকদিনের তুলনায় গরম অনুভূতি কিছুটা বেড়ে যেতে পারে। একইসঙ্গে দিনের প্রথমার্ধের তাপমাত্রা শুষ্কই থাকতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাস প্রবাহিত হবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আর আগামীকাল ভোর ৬টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর