ঢাকা: গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ওই কয়েল কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিকেল কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে আমরা আগুনের খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।