Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ অবলোপনে খেলাপি গ্রাহককে ১০ কার্যদিবস আগে অবহিত করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

ঢাকা: মন্দ শ্রেণির খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে খেলাপি ঋণগ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে অবহিত করার সময়সীমা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মন্দ শ্রেণির খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে খেলাপি ঋণগ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে কমপক্ষে ৩০ কার্যদিবস আগে জানানোর বিধান ছিল। নতুন নিয়মে ঋণ অবলোপনে খেলাপি গ্রাহককে কমপক্ষে ১০ কার্যদিবস আগে অবহিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত পূর্বের (১৯ অক্টোবর, ২০২৫) নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা জারি করা হয়েছে।

এছাড়া পূর্বের নীতিমালার অন্যান্য বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নীতিমালায় বলা হয়েছে, ‘মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এরূপ ঋণ হিসাব অবলোপন করা যাবে। তবে কালানুক্রমিকভাবে অধিকতর পুরোনো মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণগুলো অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে।’

উল্লেখ্য, খেলাপি ঋণ অবলোপনে সময়সীমা শিথিল বা তুলে দেওয়ার বিষয়টি এর আগের (১৯ অক্টোবর, ২০২৫) সার্কুলারেই স্পষ্ট করা হয়েছে। নতুন সার্কুলারে বিষয়টি পুনরায় উল্লেখ করা হয়েছে।

এরও আগের (১৮ ফেব্রুয়ারি, ২০২৪) নীতিমালা অনুযায়ী, ‘যে সকল ঋণ হিসাব একাদিক্রমে দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত রয়েছে, সে সকল ঋণ হিসাব অবলোপন করা যাবে’- এরূপ বিধান রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

শততম টেস্টে মুশফিক অপরাজিত ৯৯
১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

আরো

সম্পর্কিত খবর