Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাতার অস্ত্র মিলল শ্বশুরের দোকানে, গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৮:২১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২২

জামাতার অস্ত্র মিলল শ্বশুরের দোকান থেকে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় এক মুদি দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। আটকের পর ওই মুদি দোকানির তথ্যের ভিত্তিতে তার জামাতাসহ আরও দুজনকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য, জামাতার অস্ত্র দোকানে নিজের হেফাজতে রেখেছিলেন শ্বশুর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এবং পটিয়া উপজেলায় একযোগে অভিযান চালায় জেলা গোয়েন্দা ও রাউজান থানা পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন- মুদি দোকানি জহির আহম্মদ ও তার মেয়ের জামাই সাকিবুল ইসলাম এবং সহযোগী মো. রানা। তাদের বাড়ি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায়।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাউজান থানা পুলিশ নোয়াপাড়া চৌধুরীহাট এলাকায় মুসলিম হাই স্কুলের পাশে একটি মুদি দোকানে অভিযান চালায়। সেই দোকানের চালার ওপর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি দুইটি ম্যাগাজিন উদ্ধার করে গ্রেফতার করা হয় দোকানি জহিরকে।

‘জহির পুলিশকে জানান যে, অস্ত্রগুলো তার জামাতা অর্থাৎ মেয়ের জামাই সাকিবুলের। তখন সাকিবুলের অবস্থান শনাক্ত করে পটিয়া উপজেলায় অভিযান চালানো হয়। পটিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে সাকিবুল ও তার সহযোগী রানাকে গ্রেফতার করা হয়।’

এদিকে জেলা গোয়েন্দা ‍পুলিশের একটি টিম নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর পাড়ে পুঁতে রাখা একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, গত ১৬ নভেম্বর রাতে দক্ষিণ রাঙ্গুনিয়ার মৌলভীরখিল তিন রাস্তার মোড়ে চেকপোস্টে হুমায়ুন উদ্দিন আকাশ নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে বাড়ি থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল।

‘রিমান্ডে নেওয়ার পর আকাশকে জিজ্ঞাসাবাদে সে মহিউদ্দিন নামে একজনের তথ্য প্রকাশ করে। মহিউদ্দিন তার বাড়ির পুকুর পাড়ে অস্ত্র লুকিয়ে রেখেছে বলে সে পুলিশকে জানায়। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই পুকুর পাড়ে মাটি খুঁড়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।’

এর আগে রাউজানের ব্যবসায়ী ও বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যাকাণ্ডের তদন্তে নেমে গত ১০ নভেম্বর নোয়াপাড়া চৌধুরীহাট এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল, একটি শট গান, ৪৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শট গানের কার্তুজ, ১৬ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ (৭.৬৫) বোরের পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর