ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী- এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে- এমন খবর সঠিক নয়।
বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের গুজব ছড়িয়ে পড়ার কারণে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ দলের কেন্দ্রীয় অনেক নেতা ফেসবুক পোস্টে জানিয়েছেন ঢাকার সাতটি আসনে জামায়াতের কোনো প্রার্থী বদল করা হয়নি।

‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে একটি পোস্টে বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।’
তিনি সাতজন প্রার্থীর নাম প্রকাশ করেন। প্রার্থীরা হলেন-
ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন
ঢাকা-৬: ড. মো. আব্দুল মান্নান
ঢাকা-৭: হাফেজ হাজী এনায়েত উল্লাহ
ঢাকা-৮: ড. মো. হেলাল উদ্দিন
ঢাকা-৯: কবির আহমদ
ঢাকা-১০: মো. জসিম উদ্দিন সরকার