Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নারী নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২১:০২

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় পেয়ারা বেগম (৫০) নামে আরেক নারী গুরুতর আহত হন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী। আর গুরুতর আহত পেয়ারা বেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকার মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর