Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় বিটিভির সামনের রাস্তায় বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২২:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৮:৫৫

রামপুরায় বিটিভির সামনের রাস্তায় ভিক্টর পরিবহণের একটি বাসে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের বিপরীত পার্শ্বে ভিক্টর পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে রামপুরা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) যুবায়ের সারাবাংলাকে বিষয়টি নিশ্চত করেছেন।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে রাত ১০টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে রাত ১০টা ২৬ মিনিটের আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, হঠাৎ করে দেখি বাসটিতে আগুন জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তবে কারা আগুন দিয়েছে সেটি তারা নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর