Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ অভিবাসনের জন্য ‘ওইপি’ সেবা চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২৩:৩২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন এবং ন্যায্য নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকায় আনুষ্ঠানিকভাবে ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সমন্বিত এই জাতীয় ডিজিটাল গেটওয়ে শ্রম অভিবাসন চক্রের মূল অংশীদার, অভিবাসনে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি, ব্যুরো অব ম্যান পাওয়ার, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ডট্রেনিং (বিএমইটি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিয়োগকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সেবাপ্রদানকারীদের এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রতিষ্ঠানগুলোর সেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার মাধ্যমে, ওইপি অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা প্রদানের মান উন্নত করবে, দালালদের ভূমিকা হ্রাস করবে এবং কর্মীদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “আগে আগ্রহী অভিবাসীদের এসব সেবার জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে টাকা দিতে হতো। সেই সেবা নিয়ে কিছু অভিযোগও আছে। নতুন প্ল্যাটফর্মে এসব সেবা বিনামূল্যে দেওয়া হবে।”

তিনি বলেন, ‘সুষ্ঠু নিয়োগের ক্ষেত্রে ওইপি একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। প্ল্যাটফর্মটি এরই মধ্যে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস করতে এবং অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করছে—যদিও আমরা জানি যে, এখনো অনেক দূর যেতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম. আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপাক এলমার অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর