ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে আখাউড়ায় মশাল মিছিল হয়েছে। মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা মিছিলে কাফনের কাপড় পরে অংশ নেন। পরে মিছিলটি নারায়ণপুর মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
বুধবার (১৯ নভেম্বর) রাতে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে এই মশাল মিছিল।
মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য দেন আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বলেন, কবির আহমেদ ভূঁইয়া দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছেন। অথচ, তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আমাদের দাবি— ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থী পুনর্বিবেচনা করতে হবে।
দ্রুত মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।