Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ০৯:২২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৯:২৬

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ভেড়ামারার যাত্রীছাউনি এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে তারা জড়ো হয়ে এ মশাল মিছিল করেন। মিছিল শেষে মহাসড়কের ওপর নেতাকর্মীরা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তারা জানান, কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুণর্বিবেচনা জরুরি। তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিলে ধানের শীষের জয় নিশ্চিত হবে বলেও দাবি করেন তারা। তাকে মনোনয়ন না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞাপন

তারেক রহমানের জন্মদিন আজ
২০ নভেম্বর ২০২৫ ০৯:১০

বিশ্বকাপের টিকিট পেল যে ৪২ দেশ
২০ নভেম্বর ২০২৫ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর