Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় গ্রামীণ খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৯:৫১

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি, পাতা ও হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বাউল সঙ্গীতের আয়োজনও ছিল।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ এ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজন করেন ৫ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হয় হাড়িভাঙা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্যরকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা উঠে। তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে। এসময় প্রায় ১০ হাজার শিশুসহ নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন।

কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। যিনি সদ্যঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।

বিজ্ঞাপন

লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হয় হাড়িভাঙা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্যরকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা উঠে। তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে। এসময় প্রায় ১০ হাজার শিশুসহ নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন।

কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। যিনি সদ্যঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।

স্থানীয় আব্দুর রাজ্জাক ও সোবহান বলেন, আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে একবার খেলা হয়েছ। ফজলে হুদা বাবুলের উদ্যোগে আজ আবার হল। গ্রামীণ এ খেলাগুলো দেখতে ভালো লাগে।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ এ আদি খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। প্রতিটি গ্রামীণ খেলার ঐতিহ্য আছে। আমি চাই গ্রামীণ খেলা সম্পর্কে বর্তমান প্রজন্ম জানুক ও দেখুক। তাই আজকের এ আয়োজন। আশাকরি দর্শকরা খুব সুন্দরভাবে খেলাগুলো উপভোগ করেছে। আর আমি এলাকায় গ্রামীণ ভেলাগুলো ধরে রাখার চেষ্টা করব।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

তারেক রহমানের জন্মদিন আজ
২০ নভেম্বর ২০২৫ ০৯:১০

আরো

সম্পর্কিত খবর