কুমিল্লা: কুমিল্লা নগরীর টাউনহল মাঠে একই দিনে বিএনপির দুই পক্ষের সমাবেশের আহ্বানকে কেন্দ্র করে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় উভয় পক্ষকে সমাবেশ না করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই টাউনহল মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুই পক্ষের ডাকা সমাবেশ এখনও পর্যন্ত না হলেও নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে, আর টাউনহল এলাকা দিয়ে সাধারণ মানুষের চলাচলেও চাপা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে, বিএনপির মনোনীত প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন পৃথকভাবে আজ টাউনহলে সমাবেশের ডাক দেন। এতে নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি হওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।