Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় ৮ গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৬:২৬

বিজিবির জব্দ করা ভারতীয় গরু।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু এনে নদীতে ভাসিয়ে বা বিভিন্ন স্থানে লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল সদর ও শিবগঞ্জ থানার সূর্যনারায়নপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু জব্দ করে। পরে জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর