Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:২৯

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে স্টেশন রোড এলাকার জাহাঙ্গীর মার্কেটে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক মানুষ চিকিৎসা নেন।

চিকিৎসা ক্যাম্পে আটজন চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।

বিজ্ঞাপন

ব্রাহ্মনবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বারসহ আরও অনেকে।

নেতারা বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আটজন চিকিৎসক দিয়ে সহস্রাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা রাজু আহমেদ, বাবু,যুবদল নেতা ফরিদ উদ্দিন, ইকবাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম ছোটনসহ আরও অনেকে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর