Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ‘ন্যায্য দাবি’ পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের অভিযোগ লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে। তাছাড়া দুটি স্পেশাল বিসিএসের কারণে অনেকের প্রস্তুতি-সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সঙ্গে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয়, বরং একটি সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর