Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:০৪

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০ মাস ২০ দিনে (৩২৩ দিন) ৩৫৩ জনের মৃত্যু হলো। এদিকে গত ডেঙ্গু আক্রান্ত আরও ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৪৫৭ জন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪, ঢাকা উত্তর সিটিতে ১১৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এক সময়ে মারা যান ৪ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর