ঢাকা: দেশের পেমেন্ট সিস্টেমকে আধুনিক ও নিরাপদ রাখতে আর্থিক খাতের সকল অংশীজনকে ‘পরিশোধ সংক্রান্ত উপাত্ত’ বা অ্যাডভান্স পেমেন্ট ডাটা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা একটি সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কার্যকারিতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পেমেন্ট সিস্টেমের তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার , পেমেন্ট অপারেটর এবং ব্যাংকসহ সকল অনুমোদিত প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে নির্ধারিত ফরম্যাটে এসব তথ্য পাঠাতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এর মাধ্যমে জাতীয় পর্যায়ে পেমেন্ট খাতের পূর্ণাঙ্গ চিত্র গড়ে তোলা যাবে, যা মুদ্রানীতি নির্ধারণ, ঝুঁকি বিশ্লেষণ, আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করা এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও নিরাপদ করার ক্ষেত্রে সহায়ক হবে।