গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায় গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এক প্রানবন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনের শুরু থেকেই মোচাক এলাকায় জমতে শুরু করে নেতা-কর্মী ও স্থানীয় তরুণদের মিলনমেলা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে বিএনপি নেতা-কর্মী, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন এই দৌড়ে, যা পুরো এলাকাকে রঙিন করে তোলে।
ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় মূলত স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যকে সামনে রেখে। আয়োজকদের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ততা সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি সবসময়ই তরুণ সমাজকে ইতিবাচক, সৃজনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সচেষ্ট। আজকের এই ম্যারাথন দৌড় আমাদের সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও দৃঢ় করবে।’
ম্যারাথন দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজনে তারা উজ্জীবিত বোধ করছেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য দলের প্রতি আহ্বান জানান।