বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা নানান কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি পালন করেছেন। বিভিন্ন জেলা থেকে সারাবাংলা ডট নেটের প্রতিনিধিদের পাঠানো সংবাদ পাঠকদের জন্য উপস্থাপন করা হলো-
টাঙ্গাইল: তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্স এর আয়োজনে ‘শহিদ জিয়া টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঅঙ্গন কে আরও উচ্চশিখরে নিয়ে যেতে চাই।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
এছাড়া দুপুরে টাঙ্গাইল শহরের কোর্ট মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল কোর্ট মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।
অন্যদিকে বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ মিনার প্রাঙ্গনে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কুড়িগ্রাম: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ,বিনামূল্যে ওষধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসা শিক্ষাথীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এলাকাবাসীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসুচির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. ইউনুস আলী সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএস মেডিকেল কলেজ সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি ও যুগ্ন-মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব।
জামালপুর: জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিল অনুষ্ঠান।
এ সময় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনি সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন,সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
রাজবাড়ী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা ছাত্র দলের পক্ষ থেকে ভবানীপুর খাদিমুল ইসলাম মাহমুদিয়া মাদরাসায় কোরআন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল, স্কুল ব্যাগ ও পানির পট ইত্যাদি বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ন আহবায়ক আসজাদ হোসেন আজাদ,সদস্য আব্দুর রফ সুমন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি হীরা শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পঞ্চগড়: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিএনপি মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এক অসহায় পরিবারকে একটি নতুন ঘর ও একটি ছাগল উপহার দিয়েছেন।

পঞ্চগড়ে অসহায় পরিবারকে বাড়ি উপহার দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী।