Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ২১:৪৪

সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: বহুল প্রত্যাশিত সচিবালয় পাচ্ছে বিচার বিভাগ। মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন মিলেছে, যা থাকবে উচ্চ আদালতের অধীনে। আগামী সপ্তাহেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর গেজেট জারি করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাবে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে। আজকে আমরা মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন করলাম।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন। সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে সরকারের অনুমোদন পাওয়া গেল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর