Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে ঢাবি’র ৬ শিক্ষার্থীসহ আহত ২০ জন ঢাকা মেডিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১২:৫৯

ভূমিকম্পে ঢাকা মেডিকেলে আহতরা – ছবি : সারাবাংলা

ঢাকা: ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন- ঢাবির জিয়া হলের আরাফাত (২০) ও নুরুল হুদা (২০), মহসিন হলের তানজিল হোসেন (২৬) সাদিক শিকদার (২৬),তানভীর আহমেদ (২৫)ফারহান তানভীর রাজিব (২৪)

এছাড়া, তানভীর (২২), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত নামা রিকশাচালক (৪০), হারুনুর রশিদ (৫৫), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু সুদন (৩০), সজীব (২২), রুপগঞ্জের আবুল খায়ের(৩০) ও ইব্রাহীম (২৫)

বিজ্ঞাপন

ভূমিকম্পে ঢাকা মেডিকেলে আহতরা – ছবি : সারাবাংলা

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এছাড়া হাতিরঝিল এলাকার এক রিকশাচালক গুরুতর আহত হয়ে এসেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত মোট ২০জন হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে হাসপাতাল সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর