ঢাকা: বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের বুলেটিনে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূতও হতে পারে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপটি ঘনীভূত হলে সমুদ্রবন্দরগুলোকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হতে পারে। তবে এখনো তা সুনির্দিষ্ট নয়; পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আবহাওয়া অধিদফতর।
বঙ্গোপসাগরে মৌসুমি পরিবর্তনকাল হওয়ায় জলবায়ু অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা সামুদ্রিক পরিবহন ও উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।