Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনব্যাপী চতুর্থ বে অব বেঙ্গল কনভারসেশন শনিবার থেকে শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:৪৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী (২২-২৪ নভেম্বর) আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৫ শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন ডেলিগেট, এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারীঅংশ নেবেন।

সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার (২১ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অতিথিদের তালিকায় থাকছেন সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, বিওবিসি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্র্যাক–২ ডিপ্লোম্যাসি প্ল্যাটফর্ম, যেখানে পরিবর্তনশীল বিশ্বরাজনীতিকে বিশ্লেষণ করা হয়। এ বছর সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক বাস্তবতা, জোট ও অংশীদারিত্বের পরিবর্তন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও অভিবাসনসহ বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

তিনি আরও বলেন, বিওবিসি ২০২৫-এর মূল প্রতিপাদ্য হলো ‘রাইভালস, রাপচারস, রিএলাইন্মেন্টস।’ আমরা এই প্রতিপাদ্য বেছে নিয়েছি কারণ আমরা বর্তমানে গভীর পরিবর্তনের এক মুহূর্ত অতিক্রম করছি। বে অব বেঙ্গল কনভারসেশন সবসময়ই জ্ঞানসমৃদ্ধ আলোচনায় বিশ্বাস করে এসেছে, আর গণমাধ্যম সেই পরিবেশের অপরিহার্য অংশ। আমরা বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু আমরা বিশেষভাবে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা বলছি না। বাংলাদেশের এখন প্লেয়ার হিসেবে দাঁড়ানো উচিত, দর্শক হিসেবে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের আলোচনা। আমরা আশা করছি যে সম্মেলনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস, চিফ অব স্টাফ দীপাঞ্জলী রায় এবং সিজিএস’র অন্যান্য সদস্যরা।

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচী ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসি’র অফিসিয়াল ওয়েবসাইট https://bayofbengalconversation.cgs-bd.com/ – এ পাওয়া যাবে, আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর