Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:৫৬

সেনাকুঞ্জে পৌঁছানোর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ।

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছানোর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কয়েক মিনিট আগে দু’জনের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ড. ইউনুস চেয়ারপারসনের সঙ্গে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় করেন এবং দু’জনের মধ্যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সামগ্রিক স্বাস্থ্য বিষয়েও আলোচনা হয়।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। সেখানে উপস্থিত হয়ে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান ও বিমান বাহিনী প্রধান।

বিজ্ঞাপন

সেনাকুঞ্জে আয়োজিত প্রধান উপদেষ্টার পক্ষের সংবর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর