Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ফেরার পথে ডলার ও রিয়ালসহ বাংলাদেশি আটক

লোকাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৮:৪৮

আটক শফিউল ইসলাম।

বেনাপোল: ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি শফিউল ইসলাম (৫৫) নামে এক যাত্রীকে ১০ হাজার ইউএস ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটক শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে আসলে তাকে সন্দেহবশত তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

বিজ্ঞাপন

আটক শফিউল আলমকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর