Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলুদ-মরিচের গুঁড়ায় কাপড়ের রঙ মেশানোর দায়ে ৩ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৯:১৮

বগুড়া: বগুড়া শহরের রাজাবাজারে হলুদ-মরিচের গুড়ায় কাপড়ের রঙ ও তুষ মিশিয়ে বাজারজাতকরণের অভিযোগে আল-আমিন মসলা মিলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

জানা যায়, প্রতিষ্ঠানটি হলুদ ও মরিচের গুঁড়া তৈরির সময় তাতে কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার করে আসছিল। এছাড়াও মসলার গুঁড়ার সাথে ধানের তুষ (রাইস ব্র্যান) মিশ্রণ করার প্রমাণ মিলেছে। এই অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ২ বস্তা (৭৫ কেজি) ধানের তুষ, ৩ বস্তা (১৫০ কেজি) ভেজাল মরিচের গুঁড়া এবং ৩ বস্তা (১৫০ কেজি) ভেজাল হলুদের গুঁড়াসহ মোট ৩৫০ কেজি ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রশিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও জেলা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর