Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে পড়ে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৪৮

প্রতীকী ছবি

ভোলা: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহানারা (৮৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামে। তিনি ওই একই গ্রামের
আক্তারুজ্জামানের স্ত্রী বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী উদয়পুর রাস্তায় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ভোরে তারা সিএনজিযোগে লালমোহন থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল। উদয়পুর রাস্তার মাথা এলাকায় সিএনজিটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। সিএনজির ১ জন যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর