Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন।

কুমিল্লা: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর স্মরণে প্রতি বছর দেশজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

দিবস উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ সব ক্ষেত্রেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর