বগুড়া: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, র্যাফেল ড্র ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় শহরের স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বেসওয়া বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বেসওয়ার প্রধান উপদেষ্টা কর্ণেল (অব.) মো. জগলুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য দেন সার্জেন্ট এবিএম রেজাউল করিম হিমু (অব.), ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন (অব.), আলমগীর হোসেন (অব.), সার্জেন্ট আশরাফ আলী (অব.), মমিনুল ইসলাম (অব.), সার্জেন্ট রেজাউল করিম (অব.), সার্জেন্ট আজাদুল হক আজাদ (অব.), সার্জেন্ট নুরুল ইসলাম (অব.), সার্জেন্ট জুয়েলুর রহমান (অব.), সার্জেন্ট আব্দুর রাজ্জাক (অব.), সার্জেন্ট আবুল কালাম আজাদ (অব.), সার্জেন্ট হেদায়েতুল্লাহ ইসলাম সরকার (অব.), ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম (অব.), সার্জেন্ট আব্দুল বাতেনসহ (অব.) আরও অনেকে।
এর আগে ভোর ৭টায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন এবং সকাল ১০টায় বগুড়া শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।