Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিএনপির নির্বাচনি কর্মী সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ২০:৩১

বিএনপির নির্বাচনি কর্মী সমাবেশ।

বগুড়া: বগুড়ার কাহালুতে নির্বাচনি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌর, সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর মঞ্চ চত্বরে এ সমাবেশ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ.খ.ম. তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা দলের সভানেত্রী মমতা আরজু কবিতা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার আজম, আব্দুল হালিম বাদল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম তালুকদার আজাদ, সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর