Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ২০:৫৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (২১ নভেস্বর) বিকেল ৫টায় দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের শুন্যরেখার ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন পতাকা বৈঠকে অংশ নেন।

পতাকা বৈঠকে বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করে। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাকে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি। পরবর্তীতে বিএসএফ, বিজিবির কাছে ওই নাগরিককে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

হস্তান্তর করা বাংলাদেশি নাগরিক নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে হানিফ খান (৪৭)।

বিজিবি জানায়, সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি (রহ). মাজার জিয়ারত করার জন্য। পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর