সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ করতে গিয়ে প্রতিরোধকারী দলকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। একটি ভাড়াবাড়ির ভেতরে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখেন।
অবরুদ্ধরা হলেন- শিশু শান্তি নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথ, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নান, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য আজিবার রহমান, একমোর সাধারণ সম্পাদক করিমন নেছা শান্তা, সদস্য স্বাসস বিশ্বাস ও সামির।
জানা যায়, মেয়ের বাড়ি আগরদাড়ি ইউনিয়নে হলেও তারা সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার একটি ভাড়াবাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধকারীরা সেখানে পৌঁছালে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ (মোবাইল) আদালত পরিচালনা করেন ইউএনও। এ সময় মেয়ের দাদা হাবিবুর রহমান মুচলেকা দেন। ইউএনও বাল্যবিবাহের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেন।
বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে উপস্থিত ছিলেন-বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সিএসও সদস্য আসাদুজ্জামানসহ অন্যান্যরা।