খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাজু নগরীর লবনচরা আশি বিঘা এলাকার জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রাজু তিন রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।