তৃতীয় দিনের শেষেই এই ম্যাচে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ৩৬৭ রানের বিশাল লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে সেই লিড আরও বেড়েছে। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশে স্কোর ৩ উইকেটে ২৮০ রান। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ৪৯১ রানে। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের সামনে তাই অপেক্ষা করছে পাহাড়সম টার্গেট।
৯ উইকেট হাতে রেখে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে দুই উইকেট। সেঞ্চুরির কাছে গিয়েও আজ হতাশ হতে হয়েছে ওপেনার সাদমানকে। ৭৮ রানে সাদমান ফিরেছেন ম্যাক ব্রায়ানের বলে এলবিডব্লিউ হয়ে।
নাজমুল হোসেন শান্ত খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ১ রানে জর্ডান নেইলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর অবশ্য বাংলাদেশ আর উইকেট হারায়নি। চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও মোমিনুল হক। দাপটের সঙ্গে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন মোমিনুল, ৭৯ রানে অপরাজিত আছেন তিনি। মুশফিকও এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে, তিনি অপরাজিত আছেন ৪৪ রানে।
মুশফিক-মোমিনুল জুটি যোগ করেছে ১০৬ রান। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের লিড ৪৯১ রান।