Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ০৯:৫৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১০:০১

দুই গ্রুপের সংঘর্ষ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে দেশি মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার দরারপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের দেওগাঁও গ্রামের বাসিন্দা নাহিদ মিয়া (২০) ও একই ইউনিয়নের দরারপাড় গ্রামের আবু বক্করের (৩৫) বাড়ি থেকে একটি দেশি মুরগি চুরি করে নিয়ে যায়। এতে মুরগির মালিক আবু বক্কর (৩৫) ক্ষুব্ধ হয়ে নাহিদের বাড়িতে গিয়ে মুরগি চুরির বিষয়টি জানতে চাইলে নাহিদের ভাই আবু বক্করকে আটক করে রাখেন। পড়ে আবু বক্করের পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের ৩৫ জন আহত হয়। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আহতদের উদ্ধার করে কইতক সরকারি হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘একটি মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর