Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ভোটে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১২:২১

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা প্রস্তুত।’

বিজ্ঞাপন

এদিকে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর