চতুর্থ দিনের শুরুতেই বিশাল লিড নিশ্চিত করেছিল বাংলাদেশ। লাঞ্চের পর সেটা পেরিয়ে গেল ৫০০ রান। বাংলাদেশ অপেক্ষা করছিল মোমিনুলের সেঞ্চুরির জন্য। শেষ পর্যন্ত সেঞ্চুরি ছোঁয়ার আগেই ফিরেছেন মোমিনুল, বাংলাদেশও ঘোষণা করেছে তাদের দ্বিতীয়। বাংলাদেশের লিড শেষ পর্যন্ত থেমেছে ৫০৮ রানে। মিরপুর টেস্ট জিততে আয়ারল্যান্ডের সামনে তাই ৫০৯ রানের টার্গেট।
৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে বাংলাদেশ অপেক্ষা করছিল মোমিনুলের সেঞ্চুরির জন্য। মোমিনুল অবশ্য মাত্র ১৩ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি।
এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের লিড ৫০০ পেরিয়েছে। মোমিনুল প্যাভিলিয়নে ফিরেছেন ৮৭ রানে। গ্যাভিন হোয়ের বলে কারটিসের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে মোমিনুলকে।
মোমিনুল ফেরার পরপরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
অন্য প্রান্তে ৫৩ রানে অপরাজিত থেকে গেছেন নিজের ১০০তম টেস্ট খেলতে নামা মুশফিক। মিরপুর টেস্টে ৫০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে আয়ারল্যান্ড।