Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় তাইজুল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৩:০৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৮

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল

প্রথম ইনিংসেই ছুঁয়েছিলেন সাকিব আল হাসানকে। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও তাইজুল ইসলাম। আজ মিরপুরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নতুন ইতিহাস গড়লেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে আইরিশদের প্রথম উইকেট তুলে নিয়ে এককভাবে বসলেন শীর্ষস্থানে। ২৪৭ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে তাইজুলই এখন সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক।

৫০৯ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই আঘাত হানেন তাইজুল। ১৩ রান করা আইরিশ ওপেনার বলবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি।

বলবার্নিকে ফিরিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। টেস্টে তাইজুলের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২৪৭, যা দেশের হয়ে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

নিজের ৫৭তম টেস্ট খেলতে নেমে এই রেকর্ড গড়লেন তাইজুল। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর